এমন কীর্তি আর নেই

 "বিশ্ব রেকর্ড"

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি আর কারো নেই। লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম উইকেট জুটিতে আরিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ গড়েছেন অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি এটি একটি বিশ্ব রেকর্ড। যদিও সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ১৭৭। ইংল্যান্ডের জস বাটলার এবং আদিল রশিদ মিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই রেকর্ড গড়েছেন। কিন্তু সেটি ছিল প্রথম ইনিংসে। তবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড।






ম্যাচ জিতার পরে অধিনায়ক তামিম ইকবাল বলেন -'সত্যি কথা বলতে কি আমার এখনো বিশ্বাস  হচ্ছে না এই ম্যাচে আমরা জিতেছে।

1 comment:

Powered by Blogger.