অস্ত্র হাতে নিয়েছে সাধারণ মানুষ



৯৬ ঘন্টা অতিক্রন্ত। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামলা।তবে এখনো বড় বিমান ও জলপথ থেকে কোনো  হামলা  চালায়নি রাশিয়া।  তবে জোরদার হামলা চালানো হচ্ছে রকেট বা ক্ষেপণাস্ত্র-ট্যাষ্ক নিয়ে। এসব অস্ত্রের গুলির সামনে দাঁতে দাঁত চেপে লড়ছে গোটা ইউক্রেন। রাজনীতিক থেকে খেলোয়াড়, সাধারণ মানুষ, এমনকি মহিলারা পর্যন্ত হাতে তুলে নিয়েছেন এম১৬,   কালাশনিকভ,   গ্রেনেড। কিয়েভ দখল করতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে রাশিয়ার সেনা।
অস্ত্র হাতে নিয়েছে সাধারণ মানুষ
 
-আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে কিয়েভ ছাড়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দেশটির সাধারণ মানুষ আস্থা পাচ্ছে ফলে তারা প্রতিরোধে এগিয়ে আসছে।

-বিশেষ করে তরুণ-তরুণীরা

No comments

Powered by Blogger.