দুবাই জয় করলেন বাংলাদেশি আইমান
মোটরকার রেসিংয়ে ফের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেলেন বাংলাদেশি রেসার আইমান সাদাত। এবার এনজিকে ইউএই প্রো কার চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের এই রেসার। প্রথমবারের মতো অংশ নিয়ে প্রতিযোগিতার দুটি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। চট্টগ্রামের কৃতী সন্তান আইমান মাত্র ১৮ বছরে জয় করেছেন দুবাই।
এর আগেও আন্তর্জাতিক ট্রফি জিতেন আইমান ২০১৯ সালে কার রেসিংয়ে দেশের প্রথম স্বীকৃতি আন্তর্জাতিক সাফল্য পান আইমান সাদাত।
No comments