অজ্ঞাত স্থানে আছেন শরীফ, যে কোনো সময় গুম হওয়ার আশষ্কা'

সদ্য অপসারণ হওয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মোঃ শরীফ উিদ্দন যে কোনো সময় গুম হতে পারেন বলে আশষ্কা প্রকাশ করেছেন। আজ শনিবার একটি গণমাধ্যমকে তিনি বলেন,'এখন আমি অজ্ঞাত স্থানে আছি। যে কোনো সময় গুম হওয়ার আশষ্কা করেছি। কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনায় পাশাপাশি মামলা করেন।

"প্রসঙ্গত, শরীফ উদ্দিন চট্টগ্রাম কর্মকত অবস্থায় কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩লাখ কোটি  টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি,রোহিঙ্গাদের ২০টি এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি" বের করেন। 

No comments

Powered by Blogger.