পারিবো না এ কথাটি বলিও না"
-পারিবো না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার"
এই কবিতাটি আমরা প্রায় সবাই জানি তবুও এই কবিতাটির কথা গুলোর যথাযথ ব্যাবহার আমরা সবাই করি না। -কারন আমাদের মধ্যে ধৈর্য জিনিটা কারোর বেশি থাকে কারোর কম আর যাদের কম থাকে তারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি ফলে জীবনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হই।
-অপরদিকে কিছু মানুষ আছে যারা সাফল্যের চূড়ায় থাকে তাদের দেখে আমরা ভাবি তারা কিভাবে সাফল্য অর্জন করলো? তখন আমরা তাদের সাফলতা দেখে এটাই ভুলে যায় যে, সব সাফল্যের মূলমন্ত্র হলো চেষ্টা আর ধৈর্য। ধৈর্য ধারণ করে চেষ্টা করলে আমরা সফল হবোই।
No comments